আজকাল ওয়েবডেস্ক: তুর্কির আন্তর্জাতিক তিরন্দাজি বিশ্বকাপের দলগত ইভেন্টে ভারতের তিন মহিলা তিরন্দাজ জ্যোতি সুরেকা ভেন্নম, পমিত কাউর ও অদিতী স্বামী স্বর্ণপদক জিতেছেন। ভারতের তিন তিরন্দাজ এস্তোনিয়া দলকে ২৩২-২২৯ পয়েন্টে হারিয়ে দেয়।

এই নিয়ে বিশ্বকাপের দলগত কম্পাউন্ড ইভেন্টের তিনটি পর্যায়েই ভারত সোনা পেল। এর আগে বিশ্বের এক নম্বর মহিলা দল হিসাবে ভারত সাংহাইয়ে প্রথম পর্বে ইতালিকে হারিয়ে সোনা জিতেছিল। ইঞ্চেওনে চূড়ান্ত পর্বেও ভারত রিপাবলিক অফ কোরিয়াকে হারিয়ে সোনা পেয়েছিল।